জারা [ jārā ] ক্রি.
1 জীর্ণ করা;
2 শোধন করা;
3 জরানো।
☐ বি.
1 জীর্ণ বা জারিত করানো;
2 জারিত দ্রব্য (লোহাজারা)।
☐ বিণ. জারিত।
[সং. √ জৃ + বাং. আ]।
জারানো ক্রি. বি. জীর্ণ বা জারিত করা; জীর্ণ বা জারিত করানো; শোধন করা বা করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply