জায়গা [ jāẏagā ] বি.
1 স্হান, ঠাঁই (দাঁড়াবার জায়গা);
2 জমি, ভূমি (জায়গা কিনে বাড়ি করা);
3 অবস্হা, পরিবেশ (লোভের জায়গা);
4 পাত্র, আধার (দুধের জায়গা);
5 আশ্রয় (পৃথিবীতে তার আর জায়গা নেই);
6 বাস, আবাস (জঙ্গলটা সাপের জায়গা);
7 পরিবর্ত (আমার জায়গায় অন্য লোক নাও);
8 সুযোগ (জায়গা বুঝে কথা বলতে হয়)।
[ফা. জায়গাহ্]।
জায়গাজমি বি. ভূ-সম্পত্তি।
Leave a Reply