আজ আমায় কৌপীন দে গো ভারতী গোঁসাই
কাঙাল হব, মেঙে খাব রাজ-রাজ্যের আর কার্য নাই।।
এমনি যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলবো হরি
এই বাসনা মনে করি
বলিব নাম ঠাঁই-অঠাঁই।
সাধুশাস্ত্রে জানা গেল
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
খাই বা না খাই নিষ্কলহ
তাতে যদি মুক্তি পাই।
স্বপ্নে যেমন রাজ-রাজ্য পায়
ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়
এমনি জান সংসারময়
লালন ফকির কেঁদে কয়।।
————-
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০১
শ্রীচৈতন্য কেশব ভারতীর নিকট সন্ন্যাসধর্মে দীক্ষা নিয়েছিলেন। এতে গানটির চৈতন্যদেবের উক্তি বলে প্রতিভাত হয়। তবে সাধারণভাবে জগত-সংসার অনিত্য, স্বপ্নবত অলীক ও মিথ্যা-এরূপ নৈরাশ্যবাদী মনোভাবও ব্যক্ত হয়েছে। এজন্য গানটি ‘বিবিধ’ শ্রেণীভুক্ত করা হয়েছে। এটি ‘গৌরতত্ত্বে’রও অন্তর্ভুক্ত হতে পারে।
Toton
Where is this Lyrics
admin
সরি, শীঘ্রই আপডেট করা হবে।