জাব [ jāba ] বি. গোরুর খাওয়ার জন্য কুচানো ও ভিজানো খড় বিচালি ইত্যাদি।
[সং. যবস-তু. হি. জাব (=তৃণবিশেষ)।
জাবড়, জাবড়া বিণ.
1 জাবের মতো সিক্ত;
2 অতিরিক্ত ভেজা;
3 এলোমেলো;
4 ধেবড়া;
5 অতি স্হূল।
জাবড়ানো ক্রি.
1 জাবের মতো ভিজানো;
2 এলোমেলোভাবে কাজ করা;
3 ধেবড়ানো;
4 (আঞ্চ.) জাপটানো।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply