জাদু1 [ jādu1 ] বি. 1 শিশুকে স্নেহসম্বোধনবিশেষ (জাদুমণি); 2 বিদ্রূপাত্মক সম্বোধনবিশেষ, বাছাধন (না হে জাদু না, আমাকে ঠকানো সহজ নয়)।
[ফা. জাদ-তু. সং. জাত]।
জাদু2 [ jādu2 ] বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]।
জাদুকর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী।
স্ত্রী. জাদুকরী।
জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা।
জাদুঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম।
জাদুবিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি।
Leave a Reply