জাত1 [ jāta1 ] বিণ. সঞ্চিত, সংগৃহীত, রক্ষিত (গুদামজাত করে রাখা)।
[আ. যাদ]।
জাত2 [ jāta2 ] বিণ.
1 শ্রেষ্ঠ (জাত শিল্পী);
2 আসল (জাত সাপ, জাত কেউটে)।
[সং. জাত্য]।
জাতবসন্ত বি. সংক্রামক ও মারাত্মক মসূরিকা রোগ, গুটি বসন্ত, small-pox.
জাতসাপ বি.
1 বিষধর সাপ;
2কেউটে বা গোখরো সাপ।
জাত3 [ jāta3 ] বিণ.
1 জন্মেছে এমন (সদ্যোজাত);
2 উত্পন্ন (ক্ষেত্রজাত)।
☐ বি.
1 জন্ম (জাতকর্ম);
2 সমূহ (দ্রব্যজাত)।
[সং. √ জন্ + ত]।
জাতকর্ম, জাতকৃত্য, জাতক্রিয়া বি. হিন্দু শিশুর জন্ম উপলক্ষ্যে অনুষ্ঠেয় সংস্কারবিশেষ।
জাতকোপ, জাতক্রোধ বি. আজন্মকাল ধরে ক্রোধ, বহু পুরোনো ও তীব্র ক্রোধ।
☐বিণ. দীর্ঘকাল ধরে ক্রুদ্ধ।
জাতপত্র বি. কোষ্ঠী, জন্মপত্রিকা।
জাতপুত্র বিণ. যার পুত্র জন্মেছে, পুত্রবান।
জাতবেদা, জাতবেদাঃ (-দস্) বি. অগ্নিদেব।
জাতমাত্র ক্রি-বি জন্মের সঙ্গে সঙ্গে
☐ বিণ.ণ. সদ্যোজাত।
জাতশত্রু বি. আজন্ম শত্রু।
☐ বিণ. (যার) অনেক শত্রু জন্মেছে এমন।
জাত4 [ jāta4 ] বি.
1 বর্ণ, জন্মগত সামাজিক শ্রেণি (জাত মেনে চলা);
2 প্রকার (নানা জাতের আম, বড় জাতের ডাকাতি)।
☐ বিণ. জন্মগত, জাতিগত (জাত বোষ্টম) [সং জাতি]।
জাত খাওয়া, জাত মারা ক্রি. বি. জাতিচ্যুত করা।
জাত খোয়ানো, জাত হারানো ক্রি. বি. নিজ বর্ণ বা সামাজিক শ্রেণি থেকে বিচ্যুত হওয়া।
জাত দেওয়া ক্রি. বি. ভিন্ন ধর্মের পাত্র বা পাত্রীকে বিবাহ করার ফলে স্বীয় ধর্ম জাতি ত্যাগ করা।
জাতপাত বি. নানা ধর্মের বা জাতের দ্বন্দ্ব; জাতের ভেদাভেদ।
জাতব্যবসায় বি. বংশগত পেশা।
জাতভাই বি. স্বজাতীয় লোক; একই পেশা বা শ্রেণির লোক।
জাতে ওঠা ক্রি. বি. উন্নততর জাতে স্হান পাওয়া; (আল.) মর্যাদাবৃদ্ধির ফলে বিশেষ কোনো (উন্নত) সমাজে স্হান পাওয়া।
জাত তোলা ক্রি. বি. উন্নততর জাতে স্হান দেওয়া।
Leave a Reply