হক নাম বল রসনা
যে নাম স্মরণে রে মন
যাবে জঠর যাতনা।।
শিয়রে শমন বসে
কখন যেন বাঁধে কসে
রইলে ভুলে বিষয় বিষে
দিশে হল না রে।।
কয়বার যেন ঘুরি ফিরি
পেয়ে এলে মানবপুরী
এবার যেন অলস করি
সে নাম ভুল না।।
এ ভবের ভাই বন্ধু আদি
কেউ না হবে সঙ্গের সাথী
লালন বলে গুরু রথী
কর সাধনা।।
বাউল কবি লালন শাহ, পৃ. ২৬৫
Leave a Reply