সকলি কপালে করে।
কপালের নাম গোপালচন্দ্র
কপালের নাম গুয়ে-গোবরে।
যদি থাকে এই কপালে
রত্ন এনে দেয় গোপালে
কপাল বেমতি হৈলে।
দূর্বাবনে বাঘে মারে।
কেউ রাজা কেউ ভিখারী
কপালের ফের সবারি
মনের ফেরে বুঝতে নারে
খেটে মরে অন্ধকারে।
যার যেমন যেমন করুণা
তেমনি ফল পেয়েছে সে না
লালন বলে, ভাবলে হয় না
বিধির কলম আর কি ফেরে।।
————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৯৯; লালন-গীতিকা, পৃ. ২৮৯; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২৭ ‘মহাত্মা লালন ফকির’ গ্রন্থে অন্তরার ৪র্থ চরণে “দুবলো বাঘে ধরে”, সঞ্চারীর ২য় চরণে ‘কপালের ফল হয় সবারি’ এবং আভোগের ১ম-২য় চরণে ‘যার যেমন মনের কামনা/তেমনি ধন পেয়েছে সে না“– এরূপ পাঠভেদ আছে।– পৃ. ১৭
গানটি তত্ত্বধর্মী নয়, এতে লোক-প্রচলিত অদৃষ্টবাদের কথা আছে। লালন সাধারণত গ্রাম্য বা লঘু শব্দ পরিহার করেন। ধুয়ার ৩য় চরণটি সমাজ-প্রচলিত প্রবাদ হিসাবেই এসেছে।
Leave a Reply