জ্ঞাতি [ jñāti ] বি.
১. একই আদিপুরুষের বংশধর; সগোত্র ব্যক্তি;
২. নিকট সম্পর্কের ব্যক্তি;
৩. সপিণ্ড, যে সপ্তমপুরুষ পর্যন্ত পিণ্ডদান করার অধিকারী।
[সং. √ জ্ঞা + তি]।
জ্ঞাতিকুটম্ব, জ্ঞাতিগোত্র বি. আত্মীয়স্বজন।
জ্ঞাতিব বি. জ্ঞাতির সম্বন্ধ; জ্ঞাতির উপযুক্ত আচরণ।
জ্ঞাতিভাই বি. জ্ঞাতি সম্বন্ধে ভাই।
Leave a Reply