জ্যেষ্ঠ [ jyēṣṭha ] বিণ.
১. বয়সে বড়, অগ্রজ;
২. প্রবীণ, প্রাচীন (বয়োজ্যেষ্ঠ);
৩. শ্রেষ্ঠ (বর্ণজ্যেষ্ঠ)।
☐ বি. অগ্রজ ভ্রাতা।
[সং. বৃদ্ধ + ইষ্ঠ]।
জ্যেষ্ঠতাত বি. জ্যাঠা।
জ্যেষ্ঠা বিণ. (স্ত্রী.) জ্যেষ্ঠ অর্থে।
☐ বি.
১. নক্ষত্রবিশেষ;
২. মধ্যমাঙ্গুলি;
৩. টিকটিকি।
জ্যেষ্ঠাধিকার বি. জ্যেষ্ঠপুত্র হিসাবে সম্পত্তিতে অধিকার।
জ্যেষ্ঠাশ্রম বি. গার্হস্থ্যজীবন।
জ্যেষ্ঠী বি. টিকটিকি।
Leave a Reply