জটিল [ jaṭila ] বিণ.
১. জটাযুক্ত;
২. জট-পাকানো, জড়ানো (জটিল গ্রন্হি);
৩. গোলমেলে; কঠিন, সমাধান করা বা উত্তর দেওয়া শক্ত এমন, দুর্বোধ্য (জটিল প্রশ্ন)।
[সং. জটা + ইল]।
জটিলা বিণ. (স্ত্রী.)
১. জটাযুক্তা;
২. দুর্বোধ্য, সমাধান করা কঠিন এমন;
৩. অনিষ্টকর কূটবুদ্ধিসম্পন্না;
৪. কলহপরায়ণা;
৫. বধূদের গঞ্জনাদাত্রী।
☐ বি. শ্রীরাধিকার শাশুড়ি।
Leave a Reply