ফকিরি করবি ক্ষেপা কোন
রাগে।
হিন্দু মুসলমান দুজন দুই ভাগে।।
আছে ভেস্তের আশায় মোমিনগণ
হিন্দুদিগের স্বর্গেতে মন
টল কি অটল মোকাম সেহি
নেহাজ করে জান আগে।।
দায় ফকিরি সাধন করে
খোলাসা রয় হুজুরে
ভেস্তের মুখ ফাটক সমান
শরায়
ভাল তাই জানে।।
আখের অটল প্রাপ্ত কিসে হয়
মুর্শিদের ঠাঁই জানা যায়
সিরাজ সাঁই কয়, লালন ভেড়ো
ভুগিসনে
ভবের ভোগে।।
————
৩২৩. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১২৭-২৮
‘লালন-গীতিকা’য় অন্তরার ও সঞ্চারীর ৩য় ও ৪র্থ চরণ স্থান-বদল করেছে। পৃ. ৪১।
‘বাংলা বাউল ও বাউল গানে’ বিস্তর পাঠভেদ আছে। গানটি সম্পূর্ণ তুলে দেওয়া হল :
ফকিরি করবি ক্ষেপা, কোন
রাগে।
আছে হিন্দু মুসলমান দুই ভাগে।
থাকে ভেস্তের আশায় মমিনগণ
হিন্দুরা দেয় স্বর্গেতে মন
ভেস্ত-স্বর্গ ফাটক সমান
কার বা
তা ভাল লাগে।।
অটল-প্রাপ্তি কিসেতে
হয়
গুরুর কাছে জান গে রে তাই
টল কি অটল রতি সেই
নেহার করে জান আগে।।
ভবে ফকিরি সাধন করে
খোলসা কও হুজুরে
সিরাজ সাঁই কয়, লালন
ভেঁড়ে
আত্মতত্ত্ব জানরে আগে।।
পৃ. ৭৮
‘হারামণি’ ৫ম খণ্ডের অন্তরাটি এরূপ :
বেহেশতের আশায় মমিনগণ
হিন্দুদিগের স্বর্গের মন
ভেস্তের আশায় ফাটক সমান
শরায়
ভাল তাই লাগে।
সঞ্চারীর ২য় চরণ ‘গুরুর কাছে জানরে ভাই’ এবং ভনিতার শেষ চরণ ‘ভুলিস সে ভবের ভোগে’ এরূপে লেখা হয়েছে।-পৃ. ৪০৯
Leave a Reply