যাচন১ [ yācana ] বি. যাচাই।
[যাচা২ দ্র]।
যাচনদার বিণ. যে যাচাই করে দেখে এমন।
যাচন২, যাচনা — বি. প্রার্থনা, ভিক্ষা।
[ সং. √যাচ্ + অন(ভা)+আ ]।
বিন. বি. যাচক — যাচ্ঞাকারী, প্রার্থী।
বিন. যাচনীয়, যাচ্য — প্রার্থনীয়।
বিন. যাচমান — প্রার্থনা করিতেছে এমন।
বিন. যাচ্যমান– (যাহার নিকট বা যাহা) প্রার্থনা করা হইতেছে।
বিন. যাচিত — প্রার্থিত।
Leave a Reply