যথা [ yathā ] অব্য. বিণ.
১. যেমন, যেরূপ (‘যথা ভীম ভীমসেন কৌরবসমরে’: মধু.)
২. যেরূপ-সেরূপ (যথাশক্তি করা);
৩. উচিত, উপযুক্ত, নির্দিষ্ট (যথাকালে, যথাসময়ে, যথাস্হানে);
৪. দৃষ্টান্তস্বরূপ বা উদাহরণস্বরূপ (দ্বীপ যথা-সিংহল)।
[সং. যদ্ + থা (প্রকারার্থে)]।
যথাকথঞ্চিত্ ক্রি-বিণ. ১. যে-কোনো রকমে; ২. কষ্টেসৃষ্টে।
যথাকর্তব্য বিণ. ক্রি-বিণ. কর্তব্য অনুযায়ী, কর্তব্য অনুসারে।
যথাকালে, যথাসময়ে ক্রি-বিণ. উপযুক্ত সময়ে, নির্দিষ্ট সময়ে।
যথাক্রমে ক্রি-বিণ. ক্রমানুসারে, পরপর, পরম্পরা অনুসারে।
যথাজ্ঞান ক্রি-বিণ. জ্ঞান অনুসারে।
যথাতথা ক্রি-বিণ. যেখানে-সেখানে, যত্রতত্র।
যথাদিষ্ট বিণ. আদেশানুরূপ।
☐ ক্রি-বিণ. যেমন আদেশ করা হয়েছে, আদেশানুসারে।
যথানিয়ম, যথাবিধি বিণ. ক্রি-বিণ. বিধি বা নিয়ম অনুযায়ী।
যথানির্দিষ্ট বিণ. যেমন স্হিরীকৃত বা আদিষ্ট।
যথানুপূর্ব বিণ. ক্রি-বিণ. যথাক্রমে, পরপর, ক্রম অনুসারে।
যথান্যায় ক্রি-বিণ. বিণ. ন্যায্য, সংগত।
যথাপূর্ব বিণ. ক্রি-বিণ. পূর্ববত্, আগের মতো।
যথা পূর্বং তথা পরম্ অবস্হা পূর্বের মতোই, অর্থাত্ কোনো পরিবর্তনই হয়নি।
যথাবত্ বিণ. ক্রি-বিণ. বিধি অনুযায়ী আগের মতো, অপরিবর্তিত।
যথাবিধি, যথাবিহিত বিণ. ক্রি-বিণ. নিয়মানুযায়ী বিধান অনুসারে (যথাবিহিত সম্মানপ্রদর্শন)।
যথাভিমত বিণ. ক্রি-বিণ. ইচ্ছানুরুপ।
যথাযথ বিণ.
১. পরম্পরা অনুযায়ী
২. ঠিকঠিক, নির্ভুল (যথাযথ বর্ণনা)।
যথাযথভাবে ক্রি বিণ. ঠিকভাবে, নির্ভুলভাবে।
যথাযোগ্য বিণ. ঠিক, যথোচিত (যথাযোগ্য ব্যবস্হা)।
যথায় ক্রি-বিণ. যেখানে।
যথারীতি বিণ. ক্রি-বিণ. প্রচলিত রীতি বা আচার অনুযায়ী, প্রথামতো।
যথারুচি বিণ. ক্রি-বিণ. পছন্দ অনুযায়ী।
যথালাভ বি. যত্কিঞ্চিত্ বা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ।
যথাশক্তি, যথাসাধ্য বিণ. ক্রি-বিণ. ক্ষমতানুযায়ী।
যথাশাস্ত্র বিণ. ক্রি-বিণ. শাস্ত্রীয় বিধান অনুযায়ী।
যথাসম্ভব বিণ. ক্রি. বিণ. যতদূর সম্ভব হতে পারে বা ঘটতে পারে (যথাসম্ভব ভালো, যথাসম্ভব দ্রুত)।
যথাসর্বস্ব বি. সবকিছু, ধনসম্পদ (যথাসর্বস্ব দিয়েও চেষ্টা করব)।
যথাস্হান বি. উপযুক্ত বা নির্দিষ্ট স্হান।
যথাস্হিতি বিণ. প্রকৃত, সত্য।
☐ ক্রি-বিণ. যথার্থভাবে।
Leave a Reply