যম১ [ yama ] বি.
১.সংসম;
২. যোগসাধনার জন্য নির্দিষ্ট দশরকম নীতি বা আচার যথা অহিংসা সত্য অস্তেয় (চুরি না করা) ব্রহ্মচর্য দয়া সরলতা ক্ষমা ধৃতি মিতাহার শৌচ।
[সং. √ যম্ + অ]।
যম২ [ yama ] বি.
১. মৃত্যুর অধিদেবতা, শমন, কৃতান্ত;
২. মৃত্যু।
[সং. √ যম্ + ণিচ্ + অ]।
যমজয়ী (-য়িন্) বিণ. অমর, মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন।
যমজাঙ্গাল বি. আকাশগঙ্গা, ছায়াপথ।
যমদণ্ড বি.
১. যমের অস্ত্র বা আয়ুধ
২. যমের দেওয়া শাস্তি;
৩. মৃত্যুদণ্ড।
যমদূত বি.
১. যমের অনুচর;
২. (আল.) মৃত্যুর মতো ভীষণ সংবাদ যে বহন করে আনে;
৩. ভয়ংকর আকৃতির লোক।
যমদ্বার বি.
১. যমের বাড়ির দরজা
২. যমের রাজ্য বা নরক।
যমদ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া, যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়, ভ্রাতৃদ্বিতীয়া।
যমপুকুর বি. কার্তিক মাসে অনুষ্ঠেয় কুমারীব্রতবিশেষ।
যমপুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক।
যমযন্ত্রণা, যমযাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট।
যমরাজ বি. মৃত্যুর দেবতা, দক্ষিণ দিকের অধিদেবতা, যম।
যমান্তক বি. যমজয়ী শিব, মৃত্যুঞ্জয়।
যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া।
যমের অরুচি এমন জঘন্য লোক যাকে যমও স্পর্শ করে না।
যমের দোসর বি. যমের সহচর অর্থাত্ অতি ভয়ংকর লোক।
যমের বাড়ি যাওয়া ক্রি. বি. মৃত্যুমুখে পতিত হওয়া, মারা যাওয়া।
Leave a Reply