যে — সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)।
☐ বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)।
☐ অব্য.
১. মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে);
২. ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি)
৩. সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে);
৪. হেতু নির্দেশে (‘বেলা যে পড়ে এল জল্কে চল’: রবীন্দ্র);
৫. আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!);
৬. কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?);
৭. বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)।
[প্রাকৃ. জে < সং. যদ্]।
যে আজ্ঞা, যে আজ্ঞে — যথা আজ্ঞা অর্থাত্ আদেশ অনুসারে কাজ করা হবে।
যে-কে-সেই [ yē-kē-sēi ] বি. পূর্ববত্ অবস্হা, পূর্বাবস্হা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)।
যে-কেউ সর্ব. যে-কোনো ব্যক্তি।
যে-কেহ সর্ব. যে-কেউ ('যে কেহ মোরে দিয়েছ সুখ': রবীন্দ্র)।
যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন।
যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)।
যে-সে সর্ব.
১. প্রত্যেকেই, সকলেই;
২. অনেকেই;
৩. যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না);
৪. নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)।
Leave a Reply