গুরু গো সাঁই, হক নাম বল রসনা।
যে স্মরণে যাবে জীব যন্ত্রণা।।
শিয়রে শমন বসে
কোন সময় বাঁধবে কষে
ভুলে রইলি বিষয় বশে
দিশে হল না।।
কবার যেন ঘুরে ফিরে
মানুষ জনম পেয়েছে রে
এবার যেন অলস করে
সে নাম ভুল না।।
ভবের ভাই বন্ধু জ্ঞাতি
কেউ হবে না সঙ্গের সাথী
লালন বলে, মুরশিদ রতি
কর সাধনা।।
——————
হারামণি, ৮ম খণ্ড, পৃ. ২৯-৩০
Rasel Khan
ভাল লেগেছে ।
Rasel Khan
অপালা রায়, বিয়ে করতেও যে এক ধরনের যোগ্যতার প্রয়োজন হয়, সেটা হয়ত আলোচ্য মন্তব্যকারী ভুলে গিয়েছেন ।
Rasel Khan
অপালা রায়, বিয়ে করতে হলে যে এক ধরনের যোগ্যতার প্রয়োজন হয় সেটি হয়ত আলোচ্য মন্তব্যকারী ভুলে গিয়েছেন ।