যতি১ [ yati ] বি.
১. সন্ন্যাসী, তপস্বী;
২. ভিক্ষু;
৩. পরিব্রাজক।
[সং. √ যত্ + ই়]।
যতি২ [ yati ] বি. বিধবা।
[সং. √ যম্ + তি]।
যতি৩ [ yati ] বি.
১. পাঠমধ্যে শ্বাসগ্রহণের জন্য বা অন্য কারণে বিরামস্হান:
২. রচনার মধ্যে বিরাম ইত্যাদির চিহ্ন।
[সং. √ যম্ + তি]।
যতিচিহ্ন বি. রচনাদি পাঠকালে কোথায় থামতে হবে তার নির্দেশ-চিহ্ন অর্থাত্ দাঁড়ি কমা ইত্যাদি।
যতিপাত, যতিভঙ্গ বি. ছন্দের ত্রুটি বা দোষবিশেষ।
Leave a Reply