জীর্ণ [ jīrṇa ] বিণ.
১. সর্বদা ব্যবহারে ক্ষয়প্রাপ্ত বা ব্যবহারের অযোগ্য (জীর্ণ বস্ত্র);
২. শীর্ণ হয়েছে এমন (জীর্ণদেহ);
৩. জারিত (জীর্ণ লৌহ);
৪. হজম হয়েছে এমন (জীর্ণ অন্ন)।
[সং. √ জৃ + ত]।
স্ত্রী. জীর্ণা।
বি. জীর্ণতা।
জীর্ণদশা বি. ভগ্ন অবস্হা।
জীর্ণসংস্কার বি. ভগ্ন বা ক্ষয়প্রাপ্ত বস্তুর মেরামত।
জীর্ণোদ্ধার বি. জীর্ণ বস্তুর মেরামত, জীর্ণসংস্কার।
Leave a Reply