জীবিত [ jībita ] বিণ. জীবন্ত, বেঁচে আছে এমন (জীবিতাবস্হা, জীবিত প্রাণী)।
☐ বি. জীবন (জীবিতকাল, জীবিতেশ্বর)।
[সং. √ জীব্ + ত]।
জীবিতাশা বি. বাঁচার আশা।
জীবিতেশ, জীবিতজীবী [ -jībī ] (-বিন্) বিণ.
১. জীবনযুক্ত, আয়ুযুক্ত (দীর্ঘজীবী, ক্ষণজীবী);
২. জীবিকানির্বাহকারী (আইনজীবী)।
[সং. √ জীব্ + ইন্]।
Leave a Reply