ইবলিসের সেজদার ঠাঁই ছেড়ে
চাই সেজদা করা।
হুজুরের নামাজের আইন
এমনি ধারা।।
সেজদা করেছে সে তো
স্বর্গ-মর্ত্য-পাতাল জোড়া।
কোন জায়গায় সে বাদ রেখেছে
দেখ না তোরা।।
জায়গার মাহাত্ম্য বুঝে
সেজদা দিতে পারে যারা,
আদম কয় তাদের হবে
নামাজ সারা।।
কিসে হয় আসল নামাজ, কর সেই কাজ
ভাই সকলেরা।
লালন বলে, আখের যাতে
না যায় মারা।।
——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ১৯৫-৯৬
একই অন্ত্যমিল দ্বারা চতুরঙ্গের এই গানটি রচিত হয়েছে। এতে লালনের ধ্বনি-জ্ঞান ও ছন্দ-প্রীতির পরিচয় পাওয়া যায়।
m.m. sany ahmmad
ai prithibir jekhane takao na keno ami Allah’r rup sara tumi kisui dekte parbena. akhan question: Allah ke ar soitan ke ? jodi dui vabo taholeto tumi sirikh korle ?
AMIT CHAKRABORTY
বেশ ভালো