আগে জান না ও মনুরায়, –
বাজি হারিলে তখন
লজ্জায় মরণ
শেষে আর মিছে কান্দিলে কি হয়।।
খেল মন খেলারু
ভাবিয়ে শ্রীগুরু
সামাল সামাল বাজি সামাল সর্বদায়।।
এ দেশেরে জুয়োচুরি খেলা
টোটকা মেরে ফটকায় ফেলে রে মনভোলা।
তাইতে রলি বারে
খেলিস খুব হুসিয়ারে
নয়নে নয়নে বান্ধিয়া সদায়।।
চোরের সঙ্গে নাহি খাটে ধর্ম ছাড়া
হাতের অস্ত্র কভু করিস নে হাতছাড়া।
রাগ অস্ত্র ধরে
দুষ্ট দমন করে
স্বদেশেতে গমন কররে তরায়।।
চোয়ানি বান্ধিয়ে খেলে যে জন
কাহার যে সাধ্য সেও অঙ্গে দেয় হানা।
ফকির লালন বলে আমি
তিন তের না জানি
বাজি মেরে যাওয়া ভার হল আমায়।।
লালন ফকির কবি ও কাব্য, পৃ. ১২৩-২৪
এভারগ্রীণ বাংলা
এটা একটি টেস্ট কমেন্ট।
-এভারগ্রীণ বাংলা।