জের [ jēra ] বি.
১. আগেকার হিসাবের অবশেষ বা অনুবৃত্তি (গত মাসের হিসাবের জের);
২. রেশ (পুরোনো ঝগড়ার জের)।
[ফা. যের]।
জের টানা ক্রি.
১. হিসাবের খাতায় পূর্বপৃষ্ঠার জমাখরচের মোট অঙ্ক পরপৃষ্ঠায় নিয়ে যাওয়া;
২. পূর্বকর্মের রেশ টানা, আগেকার কাজের ফলভোগ করা।
☐ বি. উক্ত অর্থে।
Leave a Reply