জ্বর [ jbara ] বি. সর্বাঙ্গে তাপ ও নাড়ির চাঞ্চল্য বৃদ্ধিকারক রোগ।
[সং. √ জ্বর্ + অ]।
জ্বরঘ্ন বিণ. জ্বরনাশক (জ্বরঘ্ন ওষুধ)।
জ্বরঠুঁটো বি. জ্বরভোগের ফলে ঠোঁটে যে ঘা হয়।
জ্বরাক্রান্ত বিণ. জ্বরে আক্রান্ত।
জ্বরাতিসার বি. উদরাময়যুক্ত টাইফয়েড জাতীয় জ্বররোগ।
জ্বরান্তক বিণ. জ্বরঘ্ন, জ্বরনাশক।
জ্বরিত বিণ. জ্বরাক্রান্ত, জ্বরযুক্ত।
Leave a Reply