জ্বলা [ jbalā ] ক্রি.
১. পোড়া, দগ্ধ হওয়া (কয়লা জ্বলছে);
২. প্রদীপ্ত হওয়া (‘সেখানে দুচোখে জ্বলে তারা’: বিষ্ণু);
৩. আলোকদান করা (বাতি জ্বলে);
৪. জ্বলজ্বল করা (বিড়ালের চোখ জ্বলে);
৫. জ্বালা করা (বুক জ্বলে গেল);
৬. অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (কথা শুনলে গা জ্বলে)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. দগ্ধ; জ্বলেছে বা জ্বলছে বা জ্বলে এমন।
[সং. √ জ্বল্ + বাং. আ]।
Leave a Reply