ছিঁড়া, ছেঁড়া [ chin̐ḍā, chēn̐ḍā ] ক্রি.
১. ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল);
২. তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া);
৩. ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে);
৪. যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)।
☐ বিণ.
১. বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা);
২. ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়);
৩. উত্পাটিত (ছেঁড়া ফুল);
৪. ছানা-কাটা (ছেঁড়া দুধ)।
[সং. √ ছিদ্ + বাং. আ]।
ছিঁড়াখোঁড়া, ছেঁড়াখোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)।
ছিঁড়াছিঁড়ি, ছেঁড়াছিঁড়ি বি.
১. বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?);
২. পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা;
৩. উত্কট বিপদ।
ছিঁড়ানো, ছেঁড়ানো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply