ছুটা, ছোটা [ chuṭā, chōṭā ] ক্রি.
১. দৌড়ানো (জোরে ছোটো);
২. বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে);
৩. প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে);
৪. বেগে বর্ষিত হওয়া (‘ভোর হতে আজ বাদল ছুটেছে’: রবীন্দ্র);
৫. দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে);
৬. ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা);
৭. ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল);
৮. লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)।
☐ বি. উক্ত সব অর্থে।
[প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]।
ছুটাছুটি, ছোটাছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা।
ছুটানো, ছোটানো ক্রি.
১. ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো);
২. বন্ধনহীন করা (মুখ ছুটানো);
৩. বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না);
৪. দূর করা।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply