ছোঁড়া১ [ chōn̐ḍā ] বি. (অনাদরে) ছোকরা, বালক; কিশোর।
[বাং. ছেমড়া < সং. ছমণ্ডা। স্ত্রী. ছুঁড়ি]।
ছোঁড়া২, ছুড়া, ছোড়া [ chōn̐ḍā, chuḍā, chōḍā ] ক্রি.
১. নিক্ষেপ করা (ঢিল ছুড়ছে);
২. সঞ্চালন করা (হাত-পা ছোড়া);
৩. দাগা (বন্দুক ছোড়া)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ. নিক্ষিপ্ত।
[সং. √ ক্ষিপ্]।
ছোঁড়াছুঁড়ি, ছোঁড়াছুড়ি, ছুড়াছুঁড়ি, ছুড়াছুড়ি, ছোড়াছুঁড়ি, ছোড়াছুড়ি বি. ক্রমাগত ছোড়া; পরস্পরের প্রতি ছোড়া।
ছোঁড়ানো, ছুড়ানো, ছোড়ানো ক্রি. নিক্ষেপ করানো; দাগানো। ☐ বি. উক্ত দুই অর্থে।
Leave a Reply