ছেলে [ chēlē ] বি.
১. বালক, শিশু (ছেলেখেলা);
২. পুত্র (তাঁর তিনটি ছেলে);
৩. লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে);
৪. বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)।
[বাং. ছাওয়াল, ছাবাল < পা. ছাব-তু. সং. শাবক]।
ছেলেখেলা বি.
১. ছোটদের খেলা;
২. (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)।
ছেলেছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ।
ছেলেধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে।
ছেলেপিলে, ছেলেপুলে বি.
১. ছোট ছেলেমেয়ে;
২. সন্তানসন্ততি।
ছেলেবেলা বি. শিশুকাল, বাল্যকাল।
ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)।
ছেলেমানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি।
ছেলেমানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)।
ছেলেমি বি. ছেলেমানুষি।
ছেলেমেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি।
Leave a Reply