ছোড় [ chōḍ ] বি. ছাড়াছাড়ি, পরিত্যাগ (নাছোড়)।
☐ বিণ. পৃথক, বিচ্ছিন্ন (ছোড় হয়ে গেছে)।
[বাং. √ ছোড়্ (সং. √ ছুর্) + অ]।
ছোড়ই (ব্রজ.) ত্যাগ করে, ছাড়ে।
ছোড়ন বি. পরিত্যাগ, বর্জন (আর ছোড়ন নেই)।
ছোড়ব ক্রি. (ব্রজ.) ছাড়বে (‘অবহি ছোড়ব মোহি’: বিদ্যা.)।
ছোড়বি ক্রি. (ব্রজ.) ছাড়বি (‘দয়া জনু ছোড়বি মোয়’: বিদ্যা.)।
ছোড়ভঙ্গ বিণ. বিশৃঙ্খল, দল থেকে ছাড়াছাড়ি হয়েছে এমন, দলছুট; বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত।
[সং. ছত্রভঙ্গ > ছড়ভঙ্গ]।
Leave a Reply