ছেঁচা১ [ chēn̐cā ] ক্রি. জল তুলে ফেলা (নৌকোর জল ছেঁচা)।
[সেচা দ্র]।
ছেঁচা২ [ chēn̐cā ] ক্রি. বি. থেঁতলানো, পেষা (আদা ছেঁচা)।
☐ বি. পেষণ; পিষ্ট দ্রব্য।
☐ বিণ. পিষ্ট (ছেঁচা আদা, ছেঁচা পান)।
[√ সিচ্ > প্রাকৃ. √ সিংচ > বাং. ছিঁচ + আ]।
ছেঁচানো ক্রি. বিণ. বি. অন্যের দ্বারা পিষ্ট করানো।
Leave a Reply