ছেঁচড়, ছ্যাঁচড়, ছেঁচড়া১, ছ্যাঁচড়া১ [ chēn̐caḍ, chyān̐caḍ ] বিণ.
১. প্রতারক;
২. নীচপ্রকৃতির;
৩. দেনা সহজে শোধ করতে চায় না এমন।
[হি. ছিছোড়]।
ছেঁচড়া২, ছ্যাঁচড়া২ [ chēn̐caḍā, chyān̐caḍā ] বি. মাছের কাঁটা তেল প্রভৃতির সঙ্গে শাকসবজি মিশিয়ে তৈরি ব্যঞ্জনবিশেষ।
[দেশি]।
ছেঁচড়া৩ [ chēn̐caḍā ] ক্রি. ছেঁচড়ানো; মাটির উপর দিয়ে ঘষটে যাওয়া বা চলা (ছেঁচড়ে ছেঁচড়ে চলেছে)।
[হিঁচড়া দ্র]।
ছেঁচড়ানো ক্রি. হেঁচড়ানো, টেনে বা ঘষটাতে ঘষটাতে নিয়ে যাওয়া।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply