ছিটা, (কথ্য) ছিটে [ chiṭā, (kathya) chiṭē ] বি.
১. নিক্ষিপ্ত কণা;
২. ছাট (জলের ছিটে);
৩. বিন্দু, ফোঁটা (একছিটে চিনি);
৪. বন্দুকের ছটরা;
৫. আফিম-গুলিতে প্রস্তুত মাদক।
☐ ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)।
[তু. হি. √ ছীট্]।
ছিটাছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো।
ছিটানো ক্রি.
১. ছড়া দেওয়া;
২. বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা;
৩. সিঞ্চন করা;
৪. ছড়ানো (জল ছিটানো)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ছিটাফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)।
☐ বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)।
ছিটাবেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া।
ছিটাবোনা ক্রি. পলি-পড়া বা চর জমিতে চাষ না করে কেবল বীজ ছড়িয়ে দেওয়া।
কাটা ঘায়ে নুনের ছিটে — (আল.) আহতকে আরও কষ্ট দেওয়া বা অপমান করা।
Leave a Reply