ছুঁচা, ছুঁচো [ chun̐cā, chun̐cō ] বি.
১. ইঁদুরজাতীয় প্রাণিবিশেষ, গন্ধমূষিক;
২. (আল.) স্বভাবে নীচ, নোংরা বা ঘৃণ্য লোক।
[সং. ছুছুন্দরী]।
ছুঁচাবাজি, ছুঁচোবাজি বি. ছুঁচোর মতো বেগে ছুটে যায় এমন আতশবাজিবিশেষ।
ছুঁচোর কেত্তন — ছুঁচোর মতো বিরক্তিকর চেঁচামেচি; নিরন্তর কলহ।
ছুঁচো মেরে হাত গন্ধ করা ক্রি. বি. নীচ বা হীন ব্যক্তিকে শাস্তি দিয়ে লাভের বদলে বদনাম কুড়ানো।
বাইরে কোঁচার পত্তন ভিতরে ছুঁচোর কেত্তন — কোঁচা দ্র।
Leave a Reply