ছুট১ [ chuṭa ] বি.
১. চূল বাঁধার দড়ি;
২. পরিধেয় বস্ত্র (দোছুট)।
[সং. সূত্র]।
ছুট২ [ chuṭa ] বি.
১. ফাঁক; অবসর;
২. মুক্তি (ছুট পাওয়া ভার)।
[বাং. ছুটি]।
ছুট৩ [ chuṭa ] বি.
১. ছাঁট, বাদ-দেওয়া অংশ (ছুটের পরিমাণ, কথার ছুট);
২. বাদ, ছাড় (ছুট গেছে); ৩. দৌড় (এক ছুটে বাড়ি গিয়ে হাজির)।
[ছাঁট ও ছুটা দ্র]।
Leave a Reply