ছিন্ন [ chinna ] বিণ.
১. ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র);
২. ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ);
৩. উত্পাটিত (ছিন্নমূল);
৪. সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)।
[সং. √ ছিদ্ + ত]।
ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে।
☐ বি. বেশ্যা।
ছিন্নদ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন।
ছিন্নপক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন।
ছিন্নবিচ্ছিন্ন, ছিন্নভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড।
ছিন্নমস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা।
ছিন্নমস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ।
ছিন্নমূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি।
ছিন্নমূল বিণ. মূল ছিন্ন বা উত্পাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)।
Leave a Reply