ছিদ্র [ chidra ] বি.
১. ছেঁদা, ফুটো (ছিদ্র দিয়ে জল ঢুকছে);
২. দোষত্রুটি (পরের ছিদ্র খোঁজা);
৩. চক্ষু-কর্ণ-নাসিকা ইত্যাদি দেহস্হ বিবর (নবচ্ছিদ্র দেহ)।
[সং. √ ছিদ্ + র]।
ছিদ্রদর্শী (-র্শিন্) বিণ. কেবল পরের দোষ দেখে এমন।
ছিদ্রানুসন্ধান, ছিদ্রান্বেষণ বি. পরের দোষত্রুটি খুঁজে বেড়ানো, অন্যের দোষের খোঁজখবর।
ছিদ্রানুসন্ধায়ী (-য়িন্), ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ-ত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত।
ছিদ্রিত বিণ.
১. ছিদ্রযুক্ত;
২. বিদ্ধ;
৩. ছিদ্র করা হয়েছে এমন।
Leave a Reply