ছাপা১ [ chāpā ] ক্রি. মুদ্রিত করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
[বাং. √ ছাপা]।
ছাপাই বি.
১. মুদ্রণ;
২. মুদ্রণের খরচ।
☐ বিণ. মুদ্রণসম্বন্ধীয়।
ছাপাখানা বি. যেখানে বইপত্র ইত্যাদি ছাপা হয়।
ছাপানো ক্রি. মুদ্রিত করা বা করানো।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
ছাপা২ [ chāpā ] ক্রি. বি. ঢাকা পড়া বা ঢাকা থাকা, চাপা থাকা (এসব কথা ছাপা থাকে না)।
☐ বিণ. গুপ্ত, ঢাকা রয়েছে এমন।
[বাং. √ ছাপা; তু. হি. ছিপা]।
ছাপাছাপি বি. গোপনীয়তা; পরস্পর থেকে গোপন; ঢাকাঢাকি।
ছাপানো ক্রি. লুকানো, লুকিয়ে রাখা, গোপন করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
ছাপায়ল, ছাপল ক্রি. (ব্রজ.) লুকিয়ে রাখল।
ছাপা৩ [ chāpā ] ক্রি. উপচে ওঠা বা পড়া; কূল বা সীমা অতিক্রম করা (নদী বা নদীর তীর ছাপিয়ে উঠেছে)।
[তু. উপচা (< সং. উপচয়)]।
ছাপাছাপি বি. কূল বা সীমা অতিক্রম; প্লাবিত অবস্হা।
☐ বিণ. কূল বা সীমা অতিক্রম করা হয়েছে এমন; প্লাবিত; উপছে ওঠার মতো অবস্হাপ্রাপ্ত (পুকুরে জল ছাপাছাপি হয়েছে)।
ছাপানো ক্রি. উপচে ওঠা বা পড়া; প্লাবিত করা।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply