ছায়া [ chāẏā ] বি.
১. কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া);
২. রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি);
৩. প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া);
৪. অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); ৫. দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া);
৬. আশ্রয় (‘দেহ পদচ্ছায়া’);
৭. সূর্যের পত্নী।
[সং. √ ছো + য + আ]।
ছায়াচিত্র বি. সিনেমার ছবি।
ছায়াচ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার।
ছায়াতরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ছায়াত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব।
ছায়াদেহ, ছায়াশরীর বি. অশরীরী মূর্তি।
ছায়ানট বি. রাগবিশেষ। ছায়াপথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way.
ছায়াবাজি বি.
১. ছায়া-দেখানো খেলা;
২. ম্যাজিক লণ্ঠন;
৩. ভেলকিবাজি।
ছায়ামণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা।
ছায়াময় বিণ.
১. ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ);
২. ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)।
ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)।
ছায়ামূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি।
ছায়াসুত বি. শনি।
Leave a Reply