ছিট১ [ chiṭa ] বি.
১. ফোঁটা, বিন্দু, ছিটা (কালির ছিট, জলের ছিট);
২. ছাপযুক্ত রঙিন কাপড় (ছিটের কাপড়, বিলিতি ছিট);
৩. অস্পষ্ট লক্ষণ, আভাস (পাগলামির ছিট দেখা দিয়েছে);
৪. ঈষত্ পাগলামি (মাথায় ছিট আছে)।
[হি. ছিট]।
ছিট২ [ chiṭa ] বি. খণ্ড, টুকরা।
☐ বিণ. বিচ্ছিন্ন (ছিট জমি, ছিটমহল)।
[তু. ছিট১]।
ছিট জমি বি. ভিন্ন মৌজার জমি।
Leave a Reply