ছার [ chāra ] বি.
১. ক্ষার, ছাই, ভস্ম (‘রাগ দ্বেষ মোহ লইআ ছার’ : চর্যা);
২. ধ্বংসাবশেষ (‘এক ভস্ম আর ছার’);
৩. তুচ্ছ বা নগণ্য লোক (আমরা কোন ছার);
৪. অসার বস্তু (এ কোন ছার)।
☐ বিণ.
১. অধম;
২. হেয়, তুচ্ছ, নগণ্য;
৩. অসার।
[সং. ক্ষার]।
ছারকপালে বিণ. বি. হতভাগা, হতভাগ্য।
স্ত্রী. ছারকপালি।
ছারখার বি. সর্বনাশ; অধঃপাত।
☐ বিণ. ভস্মতূল্য সারহীন, ধ্বংসীভূত, উত্সন্ন (ছারখার হওয়া)।
Leave a Reply