ছিঁচকা১, (কথ্য) ছিঁচকে১ [ chin̐cakā, (kathya) chin̐cakē ] বি. হুঁকোর নলচে ইত্যাদি সাফ করার জন্য লোহার সরু শিক বা শলাকা।
[ফা. শিকচা]।
ছিঁচকা২, (কথ্য) ছিঁচকে২ [ chin̐cakā, (kathya) chin̐cakē ] বিণ. সামান্য জিনিস চুরি করে এমন, হাতের কাছে যা পায় তাই চুরি করে এমন (ছিঁচকে চোর)।
[দেশি-তু. হি. উচক্কা]।
Leave a Reply