ছানি১ [ chāni ] বি. (আঞ্চ.) গোরুর জাব; গোরুর খাওয়ার জন্য কুচানো খড়-বিচালি।
[হি. সানী]।
ছানি২ [ chāni ] বি. দৃষ্টির প্রতিবন্ধক নেত্ররোগবিশেষ, চোখের তারার উপর আবরণীরূপ রোগবিশেষ, cataract.
[সং. ছন্নিকা]।
ছানি কাটানো ক্রি. বি. অস্ত্রোপচারের দ্বারা ছানি তুলে ফেলা।
ছানি পড়া ক্রি. বি. চোখে ছানির সৃষ্টি হওয়া।
ছানি৩ [ chāni ] বি. মামলা-মোকদ্দমা পুনর্বিচারের আবেদন, আপিল।
[আ. সানী]।
ছানি৪ [ chāni ] বি. ইশারা (হাতছানি)।
[হি. সয়েন্]।
Leave a Reply