ছানা১ [ chānā ] ক্রি.
১. কোনো জিনিসের সঙ্গে জল ইত্যাদি তরল পদার্থ মিশিয়ে চটকে মাখা (আটা ছানা, ময়দা ছানছি);
২. ছাঁকা (‘অকূল ছানিয়ে যা পাস তা নিয়ে’: রবীন্দ্র)।
☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
[হি. √ ছান + বাং. আ]।
ছানা২ [ chānā ] বি. অম্লযোগে দুধ বিকৃত করে পাওয়া পিণ্ডের মতো খাদ্য বস্তু।
[সং. ছিন্নক]।
ছানা কাটা ক্রি. বি. ছানা প্রস্তুত করা বা হওয়া।
ছানা৩ [ chānā ] বি. বাচ্চা; পশুপাখির শাবক (বিড়ালছানা, পাখির ছানা)।
[বাং. ছা (< পা. ছাব) + না (?)-তু. হি. সৌনা]।
ছানাপোনা বি. কাচ্চাবাচ্চা।
Leave a Reply