ছাদ [ chāda ] বি. পাকা বাড়ির উপরের আচ্ছাদন, ছাত।
[সং. √ ছদ্ + ণিচ্ + অ]।
ছাদক বিণ.
১. আচ্ছাদনকারী;
২. ছাদ নির্মাণকারী, ঘরামি।
ছাদন বি.
১. আচ্ছাদন;
২. ছাদ নির্মাণ;
৩. ঘর ছাওয়া;
৪. যা দিয়ে আচ্ছাদিত করা হয়।
ছাদিত বিণ.
১. আচ্ছাদিত;
২. ছাদবিশিষ্ট।
Leave a Reply