ছাঁট১ [ chān̐ṭa ] বি.
১. কেটে বাদ দেওয়া অংশ বা বাড়তি অংশ (কাপড়ের ছাঁট);
২. ছাঁটার বা কাটার প্রণালী (জামার ছাঁট, চুলের ছাঁট)।
☐ বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন (ছাঁট কাপড়)।
[ছাঁটা দ্র]।
ছাঁটকাট বি. জামা বা সেলাই-করা পোশাকের কাটার ও সেলাইয়ের প্রণালী বা নৈপুণ্য।
ছাঁট২ [ chān̐ṭa ] বি. জলের ছিটা, ছাট।
[ছাট দ্র]।
Leave a Reply