ছাঁটা [ chān̐ṭā ] ক্রি.
১. অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা বা কেটে ছোট করা (গাছ ছাঁটা, চুল ছাঁটা);
২. কাঁড়ানো (চাল ছাঁটা);
৩. বাদ দেওয়া (দল থেকে ছেঁটে দেওয়া);
৪. অগ্রাহ্য করা, উপেক্ষা করা (মনের দুঃখ ছেঁটে ফেলা)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[হি. √ ছাঁট-তু. সং. √ শাতি (শাতন বা ছেদন করা)]।
ছাঁটাই বি.
১. কর্তন;
২. বাদ দেওয়া;
৩. অমান্য বা অগ্রাহ্য করা;
৪. বর্জন;
৫. বরখাস্ত করা, ব্যয় সংকোচের জন্য কারখানা ইত্যাদি থেকে কর্মচারীর সংখ্যা হ্রাস করা;
৬. ছেঁটে বাদ দেওয়া।
ছাঁটানো ক্রি. অন্যের দ্বারা ছাঁটাই করা (ছেলেটার চুল ছাঁটিয়ে আনতে যাব)।
☐ বি. বিণ. উক্ত অর্থে।
Leave a Reply