ছাঁইচ, ছাঁচ১ [ chām̐ica, chān̐ca ] বি. ঢালু চালের প্রান্তভাগ বা তার দ্বারা আবৃত ঘরের চারপাশ।
[দেশি]।
ছাঁইচতলা, ছাঁচতলা বি. ঘরের চাল বা ছাতের তলদেশ, যেখানে জল গড়িয়ে পড়ে।
ছাঁচ১ [ chān̐ca ] বি.
১. ফর্মা, mould, যার মধ্যে ফেলে কোনো বস্তুর আকার দেওয়া হয় (সন্দেশের ছাঁচ, পুতুলের ছাঁচ);
২. ছাঁচে প্রস্তুত খাবার (ক্ষীরের ছাঁচ);
৩. (আল.) ধরন, সাদৃশ্য, আদল (একই ছাঁচে গড়া)।
[দেশি-তু. হি. সাঁচা]।
Leave a Reply