ছলছল, ছলচ্ছল [ chala-chala, chalacchala ] বি.
১. জলপ্রবাহের বা ঢেউয়ের ছলাত্ ছলাত্ শব্দ (ছলছল করে বয়ে চলেছে);
২. অশ্রুপূর্ণতার লক্ষণ প্রকাশ (চোখ ছলছল করছে)।
☐ বিণ.
১. ছলাত্ ছলাত্ শব্দযুক্ত (‘ছলচ্ছল টলট্টল কলক্কল তরঙ্গা’: ভা. চ.);
২. অশ্রূপূর্ণ, সজল (ছলছল চোখে)।
[ধ্বন্যা.]।
Leave a Reply