ছল [ chala ] বি.
১. ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে);
২. উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে);
৩. রূপ, আকার (‘বৃষ্টি ছলে মেঘ কাঁদে’: ভা. চ.);
৪. ইঙ্গিত, ইশারা (‘কথা কয় ছলে’: ভা. চ.);
৫. ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে);
৬. দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)।
☐ বিণ. কপট, ছদ্ম।
[সং. √ ছল্ + অ]।
ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা।
ছলকপট, ছলচাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা।
ছলগ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী।
ছলছুতো বি.
১. অছিলা;
২. সামান্য ত্রুটি।
Leave a Reply